মার্চে নয়, আইএমএফের দুই কিস্তির প্রস্তাব উঠবে জুনে: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ মার্চে পাওয়া যাচ্ছে না। সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় প্রস্তাব ওঠার কথা ছিল ৫ ফেব্রুয়ারি, যা পরে ১২ মার্চে পিছিয়ে দেওয়া হয়। তবে এখন তা আরও পিছিয়ে জুনে নেওয়া হয়েছে।

সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়–সংক্রান্ত অধিবেশন শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, জুনে আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে তোলা হবে।

তিনি বলেন, “আমাদের কিছু কাজ বাকি আছে, তাই তাড়াহুড়ো করছি না। অনেকেই ভাবেন, আমরা ভিক্ষার মতো টাকা চাইছি, কিন্তু বাস্তবে ঋণের শর্ত পূরণ করেই এটি আনা হয়। প্রতিটি শর্তই সঙ্গে সঙ্গে মানা সম্ভব নয়।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, “বর্তমানে আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। চলতি হিসাব, আর্থিক ব্যালান্স এবং প্রবাসী আয় ইতিবাচক থাকায় আমরা মরিয়া হয়ে উঠছি না।”

আইএমএফের ঋণ কর্মসূচি ২০২৩ সালের ৩০ জানুয়ারি শুরু হয়। এর আওতায় বাংলাদেশ ইতোমধ্যে তিনটি কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে—প্রথম কিস্তির ৪৭.৬৩ কোটি ডলার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, দ্বিতীয় কিস্তির ৬৮.১০ কোটি ডলার ডিসেম্বরে এবং তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার ২০২4 সালের জুনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © কাদামাটি বিডি সর্বস্বত্ব সংরক্ষিত | Newsphere by AF themes.